১০০ টাকার গোলাপ কিনে উদ্যোক্তা হওয়া তাসফিয়া এখন প্রশিক্ষক
দৈনিক গাইবান্ধা
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩

১০০ টাকার গোলাপ ফুল কিনে উদ্যোক্তা জীবন শুরু করেছিলেন তাসফিয়া আফরোজ। এরপর গোলাপের পাপড়ির পাশাপাশি নিমপাতা, শজনেপাতা, কমলার খোসা, আমলকী, মসুর ডাল, মুলতানি মাটি, আলু, বিটরুটসহ বিভিন্ন জিনিসের গুঁড়া বানিয়ে বিক্রি করতে থাকেন। এ আয় দিয়ে সংসারের হাল ধরেন। তবে তিনি এখন আর কেবল উদ্যোক্তাই নন, প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রজেক্ট-১–এর মাধ্যমে যশোরের ঝিকরগাছার মেয়ে তাসফিয়া আফরোজ (তৃণয়) ভারতের অন্ধ্রপ্রদেশের ড. ওয়াইএসআর হর্টিকালচার ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন ৭ মার্চ। দেশে ফিরেছেন ১৭ মার্চ রাতে। ২৯ মার্চ থেকে তিনি যশোর আর ঝিনাইদহে অন্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবেন। এতে দুপুরের খাবার, যাতায়াত খরচসহ প্রশিক্ষক হিসেবে ভাতাও পাবেন।
১৮ মার্চ প্রথম আলো কার্যালয়ে বসে কথা বলেন তাসফিয়া আফরোজ। জানালেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বিনা মূল্যে অন্ধ্রপ্রদেশের বিশ্ববিদ্যালয়টিতে তিনিসহ ছয়জন নারী প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পান। প্রথমে ইউটিউব দেখে গোলাপসহ বিভিন্ন পাতা ও খোসার গুঁড়া করা শিখেছিলেন তাসফিয়া। পরে দেশের ভেতরে কিছু প্রশিক্ষণ নেন। দেশের বাইরে এটাই তাঁর প্রথম সরকারিভাবে প্রশিক্ষণ। এখন প্রশিক্ষক হিসেবে কাজের সুযোগ পাওয়ায় তাঁর উদ্যোক্তাজীবনের স্বপ্নের পরিসর বেশ খানিকটা বেড়েছে বলে জানালেন।
তাসফিয়া আফরোজ প্রশিক্ষণ নিতে গিয়ে যা শিখেছেন, তার কিছু নমুনা ব্যাগে করে নিয়ে এসেছেন। ব্যাগ থেকে একে একে বের করলেন বিভিন্ন ফুলের পাপড়ি দিয়ে বানানো পাখি (নিজে বানিয়েছেন), শসার সাবান, গাঁদা ফুল দিয়ে মশা মারার ওষুধ, গোলাপজল, চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুল দিয়ে সানস্ক্রিন, ফুল দিয়ে বানানো আগরবাতি, ফুলের তেল, ফেসপ্যাকসহ অন্যান্য জিনিস। নষ্ট বা ফেলে দিতে হবে এমন ফুলের পাপড়ি দিয়ে লকেট, কানের দুল, চাবির রিং, পেপার ওয়েটসহ অন্যান্য জিনিস বানানো যায়, তার নমুনাও সঙ্গে করে নিয়ে এসেছেন।
তাসফিয়া বললেন, ‘আমি শুধু ফুলের পাপড়ি গুঁড়া করে তা বিক্রি করেছি। অথচ এই ফুল দিয়েই কত কিছু যে বানানো যায়, তা আমার মাথাতেই ছিল না। শুধু তাই নয়, পূজা বা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করার পর ওই ফুল দিয়েও যে কত কিছু বানানো যায়, তা–ও শিখে এসেছি। বিবাহবার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাহারি ফুলের মালা বানানো শিখেছি। সেখানে যাঁদের কাছে শিখেছি, তাঁরা বারবার মনে করিয়ে দিয়েছেন, ফুল চাষের সময় যদি কোনো কীটনাশক ব্যবহার করা না হয়, তাহলে গোলাপ, বেলি, জবাসহ বিভিন্ন ফুলের পাপড়ি দিয়ে চাসহ বিভিন্ন খাদ্যপণ্য বানানো যাবে।’
প্রশিক্ষণ নিতে যাওয়া ছয়জন নারীর মধ্যে একজন ফুলচাষিও ছিলেন উল্লেখ করে তাসফিয়া বলেন, শুধু অর্গানিক ফুল চাষেও যে ব্যবসার বহুমুখী ব্যবহার বাড়ানো যায়, তা শিখে এসেছেন উদ্যোক্তারা। ফুলচাষিদের সঙ্গে অন্য উদ্যোক্তারা মিলে বড় আকারের ব্যবসা শুরু করা সম্ভব। তবে তার জন্য বিনিয়োগ লাগবে।
নিজের আর দেখে আসা কাজের পদ্ধতি সম্পর্কে বলতে গিয়ে এই উদ্যোক্তা বলেন, ‘দেখলাম, সেখানে ফুলের পাপড়ি কাচের ঘরে শুকানো হচ্ছে। হাত দিয়ে নাড়াচাড়া বা কিছুই করতে হচ্ছে না। আর আমি মাচায় বা চাদরে বিছিয়ে তা শুকাই। বাতাসে উড়ে যায় বলে খেয়াল রাখতে হয়। রোদের সঙ্গে পাল্লা দিয়ে জায়গা পাল্টাতে হয়। আমি গুঁড়া করি ছোট ব্লেন্ডারে, সময় বেশি লাগে। আর সেখানে দেখলাম সব কাজ হচ্ছে দ্রুত, দামি দামি মেশিনে।’
২৪ বছর বয়সী তাসফিয়া আফরোজ বললেন, ‘স্বপ্নের পরিসর বড় হয়েছে, তবে পুঁজি তো নেই। পুঁজি থাকলে যা শিখে এসেছি তা কাজে লাগাতে পারব। এত দিন বলতে গেলে তেমন কিছু না শিখেই কাজ করতাম, এখন অনেক কিছু হাতে–কলমে শিখে এসেছি।’
বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রজেক্ট-১–এর প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, যে ছয়জন নারী প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরলেন, তাঁরা অন্য উদ্যোক্তাদের তা শেখাবেন। আর বিদেশে প্রশিক্ষণ নিয়ে আসাদের মধ্যে কেউ ভালো কাজ দেখাতে পারলে তাঁরা নতুন কোনো প্রকল্প হাতে নিলে তাতে মেশিনসহ বিভিন্ন সহযোগিতা দেওয়া হবে। তবে নতুন প্রকল্পটি দলভিত্তিক হলে তা অগ্রাধিকার পাবে। এ ছাড়া প্রকল্পের উদ্যোক্তাদেরও প্রকল্পে বিনিয়োগ করতে হবে।
উদ্যোক্তাজীবনের শুরু
২০২১ সালের ১ জুলাই প্রথম আলো অনলাইনে তাসফিয়া আফরোজের উদ্যোক্তাজীবন নিয়ে ‘শুকনা গোলাপ পাপড়িতে সতেজ জীবন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এখন গাজীপুরের সরকারি টঙ্গী কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী তাসফিয়া। জানালেন, কলেজের হোস্টেলে থেকে পড়াশোনার পাশাপাশি টিউশন করা, খণ্ডকালীন চাকরিসহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০২০ সালে করোনায় সব বন্ধ হয়ে যায়। তারপর অনেকটা বাধ্য হয়েই শুরু হয় তাঁর উদ্যোক্তাজীবন।
মায়ের কাছে সব মিলে সংসারের বাজার খরচ ছিল ১৫৫ টাকা। সাহস করে সেখান থেকেই ১০০ টাকা নিয়ে ১০০ গোলাপ ফুল কিনে নতুন উদ্যোগ শুরু করা তাসফিয়া এখন হাজার হাজার গোলাপ ফুল কিনে তা শুকিয়ে তার গুঁড়া বানান। এরই মধ্যে উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) মাধ্যমে পরিচিতি পেয়েছেন বেশ।
তাসফিয়া জানালেন, এ উদ্যোগের কারণে গ্রামের অনেকের এখন আয়ের পথ তৈরি হয়েছে। তাঁর ভাষ্য, ব্যবসা শুরুর প্রথম দিকে আশপাশের বাড়ি থেকে নিম, শজনে, মেহেদির পাতাসহ বিভিন্ন পাতা সংগ্রহ করে তা শুকিয়ে গুঁড়া করতেন। এ নিয়ে মানুষজন হাসাহাসিও করতেন। ব্যবসার পরিসর বাড়তে থাকলে তিনি এসব পাতা বাড়ির মালিকদের কাছ থেকে কিনতে চাইলেন। এতেও মানুষ প্রথমে লজ্জা পেতেন যে, গাছের পাতা আবার বিক্রি হয় নাকি? তবে এখন তাঁরা পাতা বিক্রি করেই মাসে আয় করছেন।
তাসফিয়া আফরোজ বললেন, ‘প্রশিক্ষণ নিতে গিয়ে যা শিখে এসেছি, ব্যবসা মন্দার সময়গুলোতে তা নিয়ে কাজ করতে পারব।’
মা মনোয়ারা বেগমের অবদানের কথা বলতে গিয়ে তাসফিয়া বললেন, ‘মা আমার ব্যবসার জন্য অনেক পরিশ্রম করেন। নিজে গোলাপ কিনে তা গুঁড়া করে দেন। আমার গায়ের রং ফরসা না, তাই মা ডাল, গোলাপ পাপড়ি শুকিয়ে গুঁড়া করে দিতেন। হোস্টেলে সেগুলো অন্যরা খুব পছন্দ করতেন। নারীদের বিভিন্ন গ্রুপে এগুলো শেখাতাম, তারপরও গ্রুপের অনেকেই তা কিনতে চাইতেন। সব মিলেই আসলে এগুলো নিয়ে ব্যবসা শুরু করার সাহসটা পেয়েছিলাম।’
তাসফিয়া আফরোজের বাবা মো. আবুল হোসেনের শিঙাড়া, সমুচার দোকান ছিল। অসুস্থতার কারণে ২০২০ সাল থেকে সেই দোকান বন্ধ করে দিতে হয়। ২০২১ সালে বোন জেসিয়া তাঁর (তাসপিয়া) পণ্য ডেলিভারির জন্য বের হয়ে সড়ক দুর্ঘটনায় মারা যায়। এখন অসুস্থ মা-বাবা, দশম শ্রেণিতে পড়ুয়া বোন, সাত বছরের মামাতো ভাই ও নানি সবার দায়িত্ব তাঁর কাঁধে। প্রায় আড়াই বছর আগে তাসফিয়া বিয়ে করেছেন। তবে তিনি থাকছেন নানিবাড়িতেই। তবে তাঁর ব্যবসায় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা মানসিকভাবে তাঁকে অনেক সমর্থন দেওয়ায় তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, ‘এ কারণেই স্বাধীনভাবে ব্যবসাটি করে যেতে পারছি।’
করোনার সময় সাইকেল চালিয়ে পণ্য কুরিয়ার করতে ছুটছেন, ফেসবুকে তাসফিয়া নিজের এমন একটি ছবি শেয়ার করলে তা ভাইরাল হয়েছিল। তাসফিয়া বলেন, পথ এখনো অনেক বাকি। যেতে হবে বহুদূর।

- দিনে কতবার প্রস্রাব হওয়া স্বাভাবিক?
- গোবিন্দগঞ্জে নৌকার মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদের গণসংযোগ
- ফুলছড়িতে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ
- গাইবান্ধার ঐতিহ্যবাহি রসমঞ্জুরি যা সবার কাছেই জনপ্রিয়
- যৌথ পর্যটন প্যাকেজে লাভবান হতে পারে নেপাল-বাংলাদেশ: স্পিকার
- নয়াদিল্লিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা
- কার কাছে মার খেয়েছেন জাকারবার্গ
- দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি
- নেপালে ২৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্প
- গাইবান্ধায় সুশীল প্রকল্পের গবেষণার ফলাফল কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধায় খাল-বিলে ভাসমান পদ্ধতিতে চাষাবাদে লাভবান কৃষক
- কলাইয়ের বাম্পার ফলন, চাষও বেড়েছে
- পেঁয়াজ উৎপাদন বাড়াতে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা
- অর্থদণ্ড-শাস্তির বিধান রেখে হচ্ছে জুয়া প্রতিরোধ আইন
- ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে কমিটি করছে কেন্দ্রীয় ব্যাংক
- ঢাকায় নির্মিত হচ্ছে ১৫০ মিটার উঁচু নান্দনিক ভবন
- ১২ ব্লক গ্যাস অনুসন্ধানে জোর
- প্রবাসীদের এমআরপি রি-ইস্যু ২০২৫ সাল পর্যন্ত চলবে
- জনপ্রশাসনে নতুন উদ্যোগ জবাবদিহি বাড়াতে মনিটরিং অনুবিভাগ
- ৭ অক্টোবর থার্ড টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- এক মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ের আয় ৬ কোটি ৭৭ লাখ টাকা
- যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী
- ২০১৩-১৪-র মতো অগ্নিসন্ত্রাস করলে কোনো ক্ষমা নয়
- কোরআন শরিফ ছুঁয়ে শপথ করা কি জায়েজ
- ক্যানসারে বেশি মৃত্যু নারীদের! কারণ জানলে আজই সতর্ক হবেন
- বয়ফ্রেন্ড ডে-তে প্রেমিককে কী দেবেন
- ঘাস কাটতে গিয়ে কোটিপতি হয়ে ঘরে ফিরলেন দিনমজুর
- দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ কি কিয়ামতের আলামত
- ১ কোটি ২০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে সরকার
- পদার্থবিজ্ঞানে নোবেল ঘোষণা হবে আজ
- যৌন হয়রানির অভিযোগ সেট ছাড়লেন জায়েদের নায়িকা
- চলন্ত লঞ্চে কন্যার জন্ম, আজীবন যাতায়াত ফ্রি
- ওষুধ ভেবে স্বামীর এয়ারপড গিলে ফেললেনে স্ত্রী
- বাঁধনের সাজে নজর কেড়েছে ব্লাউজ আর কানের গয়না
- সাগরের তলদেশে মিলল রহস্যময় স্বর্ণের ডিম!
- গোবিন্দগঞ্জে নৌকায় ভোট চাইলেন আব্দুল লতিফ প্রধান
- চোখের নিমেষে সব শেষ, অলৌকিকভাবে বেঁচে গেল সাত মাসের শিশুটি
- অবকাঠামো উন্নয়নে সরকারের অনন্য পদক্ষেপ
- গোবিন্দগঞ্জে গ্রামীণ রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
- অভাবের তাড়নায় দত্তক দেয়া শিশুটি ফিরে পেল মায়ের কোল
- ফুলছড়িতে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের জিআর চাল বিতরণ
- বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তার পরিমাণ বাড়ল
- যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্মাননা পেলেন শেখ হাসিনা
- বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কে ঐতিহাসিক দিন: প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় বিদেশি অস্ত্রসহ গ্রেফতার ৩
- তানজিম সাকিবের ফেসবুক পোস্ট আইসিসির সঙ্গে সাংঘর্ষিক
- অগ্নিসংযোগের ঘটনা ঘটলে ক্ষমা নেই: প্রধানমন্ত্রী
- মায়ের বিয়েতে ছেলের আবেগঘন বক্তব্য ভাইরাল
- গাইবান্ধায় আঃ লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণ
- তিস্তা সেতুতে পাল্টে যাবে গাইবান্ধা-কুড়িগ্রাম মানুষের জীবনমান
