মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ || ১ আশ্বিন ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১২:২১, ১১ জুলাই ২০২৪

এখন থেকে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করব: সাবিলা নূর

এখন থেকে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করব: সাবিলা নূর
সংগৃহীত

বেশ কয়েক বছর ধরে চেনা ছকের বাইরে গিয়ে নিজেকে ভাঙছেন, গড়ছেন অভিনেত্রী সাবিলা নূর। গৎবাঁধা প্রেমের নাটকের বাইরে একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে কাজ করছেন তিনি। শুরুটা করেছেন ২০২১ সালে নিজের গল্পে। নির্মাতা রাফাত মজুমদারের পারাপার নাটকে আটপৌরে গৃহবধূর চরিত্রে দেখা গেছে তাকে। এর আগে গ্ল্যামারহীন চরিত্রে খুব একটা পাওয়া যায়নি তাকে। সেই শুরু, একের পর এক ভিন্নধর্মী চরিত্রে কাজ করে যাচ্ছেন তিনি।

সাবিলার ভাষ্যে, ‘পারাপার-এ দর্শকের ভালো সাড়া পাওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করব। গোলাম মামুন সিরিজের রাহি চরিত্রটিও আমাকে আরো আত্মবিশ্বাসী করে তুলেছে। এখন থেকে ভিন্নধর্মী চরিত্রেই কাজ করব।’

গত ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত গোলাম মামুন সিরিজটি। এরইমধ্যে সিরিজটি দর্শকদের দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। এছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া মুরসালিন শুভর ‘রাত বাকি’ নাটকে চিকিৎসক চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন সাবিলা। এর বাইরে ‘প্রিন্সেস ডায়না’ নাটকে যাত্রাপালার নর্তকী, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘বিদিশা’ নাটকের বিদিশাসহ বেশ কয়েকটি ভিন্নধর্মী চরিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী।

সামনে আরো কয়েকটি চরিত্রে দেখা দেবেন তিনি। তার ভাষ্য, ‘নাটকের কারণেই দর্শকের এত ভালোবাসা পেয়েছি। নাটক কমিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। ভালো গল্প ও ভিন্নধর্মী চরিত্র পেলে নিয়মিত নাটক করব। আমি ভালো কনটেন্টের অপেক্ষায় থাকি। যেকোনো মাধ্যমে কাজ করতে চাই।’

তবে শুধু ছোটপর্দা বা ওটিটিতেই নিজেকে আবদ্ধ রাখতে চান না তিনি। শিগগিরই যাত্রা শুরু করতে চান সিনেপর্দায়। সাবিলা বলেন, ‘এখন ভালো ভালো সিনেমা হচ্ছে। প্রত্যেক শিল্পীরই নিজেকে বড়পর্দায় দেখার ইচ্ছা থাকে। দেখা যাক, শেষ পর্যন্ত কী ঘটে।’

শাকিব খানের নতুন সিনেমায় সাবিলা নূরের অভিনয়ের খবর এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমে। সাবিলাও গণমাধ্যমে শাকিব খানের সঙ্গে সুযোগ পেলে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ