দৈনিক গাইবান্ধা
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

জওয়ান’ দিয়ে রবিবার বক্স অফিসে অন্যরকম নজির স্থাপন করলেন শাহরুখ

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩  

মুক্তির পর থেকেই রেকর্ড বন্যায় ভাসছে শাহরুখ খান অভিনীত বহুল আলোচিত ছবি ‘জওয়ান’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ৭৫ কোটি রুপি আয় করে রেকর্ড শুরু। যা এর আগে অন্য যে কোনো হিন্দি ছবির ক্ষেত্রে সর্বোচ্চ আয়! মুক্তির মাত্র তিন দিনেই বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করে ‘জওয়ান’!

এতো স্বল্প সময়ে এরআগে কোনো হিন্দি সিনেমার ক্ষেত্রে দেখা যায়নি। শাহরুখের ‘জওয়ান’ এর রেকর্ডের ফিরিস্তি এখানেই শেষ নয়, রবিবার ছিলো ভারতে সাপ্তাহিক ছুটির দিন। আর এই দিনেও নতুন রেকর্ড গড়লেন শাহরুখ! এদিন ‘জওয়ান’ এর আয় ছাড়িয়ে যায় ৮১ কোটি টাকার বেশী। মুক্তির প্রথম দিনের চেয়ে এই আয় বেশি। বলিউডের ইতিহাসে এক দিনে এটিই সর্বোচ্চ আয়। প্রাথমিক রিপোর্ট বলছে এর মধ্যে ৭২ কোটি এসেছে হিন্দি থেকেই, বাকি ৯ কোটির মতো এসেছে তামিল ও তেলুগু ভার্সন থেকে।

এরআগে এসব রেকর্ড ছিলো ‘পাঠান’ এর দখলে! গেল জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পেয়ে রীতিমত বক্স অফিসে তুমুল সাড়া ফেলে। শুধু তাই নয়, ছাপিয়ে যায় বলিউডের সমস্ত ইতিহাস! ৯ মাস পর নতুন ছবি নিয়ে সেই কীর্তিও ছাপিয়ে যাচ্ছেন শাহরুখ! বক্স অফিসে যুদ্ধটা যেন শাহরুখ বনাম শাহরুখেরই! বৃহস্পতিবার ভারতের সাড়ে ৫ হাজার স্ক্রিন সহ বিশ্বের ১০ হাজারের বেশী স্ক্রিনে মুক্তি পেয়েছে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার৷ এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় ছাড়াও প্রযোজনা করেছেন শাহরুখ। সিনেমাটি একই দিনে মুক্তি পেয়েছে বাংলাদেশেও।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা