শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:৪৭, ৮ সেপ্টেম্বর ২০২২

নতুন ছবিতে পূর্ণিমা

নতুন ছবিতে পূর্ণিমা

সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন নায়িকা পূর্ণিমা; বিয়ের পর আপাতত সংসারেই মনোযোগী হবেন; দিন কয়েক আগে এমনই গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু না, গুঞ্জনে জল ঢেলে পূর্ণিমা জানালেন নতুন সিনেমায় যুক্ত হওয়ার কারণ। 

দীর্ঘ বিরতির পর সম্প্রতি ‘আহারে জীবন’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি পরিচালনা করবেন ঢালিউডের খ্যাতিমান নির্মাতা ছটকু আহমেদ। সিনেমাটিতে পূর্ণিমার সঙ্গে দেখা যাবে ফেরদৌস আহমেদকে। থাকছেন অভিনেতা মিশা সওদাগরও।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে সিনেমায় যুক্ত হওয়ার খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন পূর্ণিমা। বললেন, ‘গল্পটা মহামারি চলাকালীন সময়ের। রাজধানী শহরেই এর চিত্রায়ণ হবে। মূলত গল্প ভালো লেগেছে এবং শুটিংয়ের জন্য দূরে কোথাও যেতে হবে না। এটা ভেবেই সিনেমাটিতে যুক্ত হয়েছি। তাছাড়া ছটকু ভাই অনেক দিন পর সিনেমা বানাচ্ছেন, ফেরদৌস-মিশা ভাই আছেন, এসব ব্যাপার মনোবল আরও বাড়িয়েছে।’

দিলারা হানিফ পূর্ণিমা সিনেমা থেকে দূরে সরে যাওয়া প্রসঙ্গ তুলতেই পূর্ণিমা বললেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। এটার ভিত্তি নেই। ছেড়ে দিলে তো আর নতুন ফিল্মে সাইন করতাম না।’

 সরকারি অনুদান পাওয়া ‘আহারে জীবন’ সিনেমায় আরও অভিনয় করবেন অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রত প্রমুখ। জানা গেছে, আগামী ১৬ অক্টোবর থেকে ঢাকায় এর চিত্রায়ণ শুরু হবে।

 বেশ ক’বছর ধরে পূর্ণিমা অভিনীত দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এগুলো হলো ‘গাঙচিল’ ও ‘জ্যাম’। দুটি সিনেমাই বানিয়েছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল এবং দুটিতেই পূর্ণিমার সঙ্গে আছেন ফেরদৌস। তবে প্রায় বছর চারেক পার হলেও সিনেমা দুটি মুক্তির বিষয়ে কোনও তথ্য দিতে পারলেন না নায়িকা।

দিলারা হানিফ পূর্ণিমা তার ভাষ্য, ‘শিল্পী হিসেবে আমি আমার কাজটি করে দিয়েছি, শুটিং থেকে ডাবিং সবই শেষ। এখন মুক্তি দেওয়ার বিষয়টি নির্মাতা-প্রযোজকরা জানেন।’

প্রসঙ্গত, গেলো মে মাসের ২৭ তারিখ নতুন ঘর বেঁধেছেন পূর্ণিমা। বেসরকারি চাকরিজীবী আশফাকুর রহমান রবিনের সঙ্গে শুরু করেছেন দাম্পত্য জীবন। যদিও খবরটি নায়িকা প্রকাশ্যে আনেন জুলাই মাসের শেষ দিকে। বিয়ের পর এটিই পূর্ণিমার প্রথম প্রজেক্ট।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু