শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৭:০৭, ২৫ জুন ২০২২

গোয়েন্দা সিরিজে আফরান নিশো

গোয়েন্দা সিরিজে আফরান নিশো

বাংলা ওয়েব সিরিজে যুক্ত হচ্ছে আরো একটি গোয়েন্দা চরিত্র; নাম ‘কাইজার’। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। ভারতীয় ওটিটি মাধ্যম হইচই-এর প্রযোজনায় এটি নির্মাণ করেছেন তানিম নূর।

নিজের অভিনীত গোয়েন্দা চরিত্র নিয়ে আফরান নিশো বলেন, কাইজার একজন জিনিয়াস ডিটেকটিভ। তার ব্যক্তিজীবনে অনেক রকম সমস্যা আছে। তারপরও তিনি নিজের পেশাকে চরমভাবে ভালোবাসেন। নির্মাতার কাছে যখন এই চরিত্রটি নিয়ে শুনছিলাম, তখনই রাজি হই কাজটি করতে। শুটিংয়ের সময় দারুণ আনন্দ নিয়ে কাজটি করেছি। দর্শকরা আমাকে কাইজার হিসেবে কীভাবে নেন তা জানার অধীর আগ্রহে অপেক্ষা করছি।

নিশো আরো বলেন, গোয়েন্দা গল্পের সিরিজগুলো সাধারণত রহস্যপূর্ণ, দুঃসাহসিক এবং রোমাঞ্চকর হয়। ফলে এ ধরনের গল্প সবাইকে আকর্ষণ করে। পৃথিবীজুড়ে বহু বিখ্যাত সাহিত্যের মাঝে তাই গোয়েন্দা গল্পের নিজস্বতা রয়েছে।

বলা যায়, জনপ্রিয়তার নিরিখে গোয়েন্দা কাহিনি সবার ওপর। এ গল্পগুলো মানুষকে যেমন আনন্দ দেয়, তেমনই বুদ্ধিবৃত্তিক বিকাশ সাধন করে।

কাইজার সিরিজে আরো অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, আহমেদ রেজা রুবেল, নাদের চৌধুরী, রিকিতা নন্দিনী শিমু, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার, দীপান্বিতা মার্টিন, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য জ্যোতি, নাজিবা বাশার, শংখ জামান, স্বাগতা, আহমেদ হাসান সানী, মোস্তাফিজ শাহীন প্রমুখ। ৮ জুলাই এটি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু