• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হবে বাংলাদেশ

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২  

ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ। নিজেদের করা এক সমীক্ষার আলোকে এমন দাবি করেছে গ্লোবাল ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম ‘বোস্টন কনসাল্টিং গ্রুপ’। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে নিজেদের সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বিশ্বাসী। আমরা স্মার্ট বাংলাদেশ অর্জনে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ২০৪১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে অন্তত পাঁচটি ইউনিকর্ন প্রতিষ্ঠান বাংলাদেশে গড়ে উঠবে।’

সংস্থাটির গ্লোবাল চেয়ার ইমেরিটাস ড. হ্যান্স-পল বার্কনার বলেন, ‘বাংলাদেশ এখন অন্য উন্নয়নশীল অর্থনীতির জন্য রোল মডেল। দেশটি এরই মধ্যে অনেক কিছু অর্জন করেছে। বিশেষ করে, বেসরকারি খাতের অপরিসীম অবদানের কারণে এ অর্জন সম্ভব হয়েছে। করপোরেট প্রতিষ্ঠানগুলোর রূপান্তর এবং বেসরকারি খাতের অবদান এ গতি এনেছে।’

সমীক্ষা প্রতিবেদন নিয়ে সংস্থাটির সিনিয়র পার্টনার ও ম্যানেজিং ডিরেক্টর জারিফ মুনির বলেন, ‘৫-৭ বছর আগে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণি দেশের প্রবৃদ্ধির পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। অন্যদিকে বেসরকারি খাত থেকে উদীয়মান চ্যাম্পিয়নরা তৈরি হয়েছে, তাদের ওপর ভিত্তি করে বাংলাদেশ পরিণত হবে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে।’

অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন এইচএসবিসি বাংলাদেশের করপোরেট কমার্শিয়াল ব্যাংকিংয়ের কান্ট্রি হেড রিয়াজ এ চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোস্টন কনসাল্টিং গ্রুপের গ্লোবাল চেয়ার ইমেরিটাস ও ম্যানেজিং ডিরেক্টর হ্যান্স-পল বার্কনার, বোস্টন কনসাল্টিং গ্রুপের সিনিয়র পার্টনার ও ম্যানেজিং ডিরেক্টর জারিফ মুনির, প্রতিষ্ঠানটির পার্টনার ও ম্যানেজিং ডিরেক্টর শৈবাল চক্রবর্তী, বোস্টন কলসাল্টিং গ্রুপের পার্টনার তৌসিফ ইশতিয়াকসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা