বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৭:১৮, ২ জানুয়ারি ২০২১

বাৎসরিক অবকাশ শেষে রোববার খুলছে নিম্ন আদালত

বাৎসরিক অবকাশ শেষে রোববার খুলছে নিম্ন আদালত

বাৎসরিক অবকাশ শেষে আগামীকাল রোববার খুলতে যাচ্ছে সারাদেশের সব নিম্ন আদালত। এতে সব জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারকার্য চালু হবে।  

গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাৎসরিক এ অবকাশ চলে। কিন্তু ১ও ২ জানুয়ারি সাপ্তাহিক বন্ধ থাকায় আগামীকাল রোববার থেকেই চালু হবে বিচারকার্য।

প্রচলন অনুযায়ী প্রতিবছরের ডিসেম্বর মাসজুড়ে নিম্ন আদালতে অবকাশকালীন ছুটি থাকে। তবে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মামলা পরিচালনার সুযোগ করে দিতে বাৎসরিক অবকাশের ছটি কমিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এদিকে এই অবকাশকালীন সারাদেশের ম্যাজিস্ট্রেট আদালত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতগুলোতে বিচারাধীন মামলার কার্যক্রম অব্যাহত ছিল।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ