নানিয়ারচরে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী
রাঙামাটির নানিয়ারচরে এখোনো পানিবন্দি প্রায় তিন’শ পরিবার, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কাপ্তাই হ্রদের শাখা চেঙ্গী নদীর তীরবর্তী জনমানুষ রয়েছে ভোগান্তির মাঝে।
এদিকে নানিয়ারচর জোন সুদক্ষ দশের সার্বিক তত্তাবধানে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের দায়িত্বপূর্ণ বন্যা কবলিত এলাকায় পানিবন্দি গরীব ও অসহায় পরিবারসমূহের মাঝে বন্যার শুরু থেকেই ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে। পানিবন্দি এসকল মানুষের মাঝে এখন অব্দি প্রায় ৪০০ পরিবারের মাঝে শুকনো খাবার দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।
নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্নেল তামজিদুর রহমান চৌধুরী, পিএসসি জানায়, নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনী জনমানুষের সুখ, দুঃখে পাশে আছে, আমরা পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম চালু থাকবে।