• রোববার ২৮ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

ভারতের পররাষ্ট্র নীতির শক্তিশালী স্তম্ভ বাংলাদেশ —এস জয়শংকর

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩  

ভারতের ‘প্রতিবেশীই প্রথম’ পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর বলেছেন, ‘বাংলাদেশ সর্বদা এ নীতির শক্তিশালী স্তম্ভ হিসেবে থাকবে।’ গতকাল বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এক টুইট বার্তায় এ কথা বলেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ড. এস জয়শংকর বলেন, ‘আমাদের বহুমুখী অংশীদারত্ব একে অন্যের জন্য ত্যাগের ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ সবসময় ভারতের নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশীই প্রথম শীর্ষক পররাষ্ট্রনীতির একটি শক্তিশালী স্তম্ভ হয়ে থাকবে।’

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনও।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা