মঙ্গলবার   ২৮ নভেম্বর ২০২৩ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ০৯:০৭, ৩ ফেব্রুয়ারি ২০২৩

২৫ মিনিটেই বিমানবন্দর থেকে কমলাপুর

২৫ মিনিটেই বিমানবন্দর থেকে কমলাপুর

পূর্বাচল থেকে মাত্র ২০ মিনিট ৩৫ সেকেন্ডেই জোয়ার সাহারার নতুনবাজার, আর ৪০ মিনিটেই মতিঝিল পৌঁছানো যাবে। এমন স্বপ্ন থেকেই দেশের প্রথম পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন নিয়ে মানুষের ছিল বিশেষ আগ্রহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজের উদ্বোধন করবেন। সে জন্য ছিল রূপগঞ্জবাসীর বাড়তি আগ্রহ। বৃহস্পতিবার উদ্বোধন উপলক্ষে পূর্বাচল চার নম্বর সেক্টরে সুধী সমাবেশ থাকলেও তা এক পর্যায়ে জনসমাবেশে রূপ নেয়। কিন্তু নিরাপত্তা ও সমাবেশস্থলে যোগদানে বিধিনিষেধের কারণে অনেকেই মূল সমাবেশস্থলে যেতে পারেননি। হাজার হাজার মানুষ আশপাশের রাস্তায় দাঁড়িয়ে পাতাল রেলের ভৌত অবকাঠামোর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে হাজির হওয়ার সাক্ষী হয়েছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ কর্মসূচিকে কেন্দ্র করে কুড়িল থেকে শুরু করে সমাবেশস্থল পর্যন্ত এবং আশপাশের সড়ক-উপসড়ক ছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পেশাজীবীদের ব্যানার-পোস্টার-ফেস্টুন-হোর্ডিংয়ে পূর্ণ। উৎসবের আমেজ ছিল রূপগঞ্জজুড়ে।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, এমআরটি-১ নামের এ প্রকল্পের জন্য ডিপো হবে রূপগঞ্জের পীতলগঞ্জে। কাঞ্চনে হবে প্রথম স্টেশন। সেটি গিয়ে মিলবে নতুনবাজারে। এটুকু হবে উড়াল সড়কের ওপরে। নতুনবাজারে গিয়ে এটি ভূগর্ভে প্রবেশ করবে। কারণ বিমানবন্দর থেকে আরেকটি মেট্রো রুট মাটির নিচ দিয়ে কমলাপুর যাবে। নতুনবাজারে এ দুটি লাইনের সংযোগ ঘটবে। ২০২৬ সালের মধ্যে পুরো কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি চালু হলে প্রতিদিন ২৫টি ট্রেনে আট লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন। প্রতিটি ট্রেনে আটটি বগি থাকবে। ৩ হাজার ৮৮ জন যাত্রী একটি ট্রেনে ভ্রমণ করতে পারবেন। ২৪ মিনিট ৩৫ সেকেন্ডে বিমানবন্দর থেকে কমলাপুর; কমলাপুর থেকে ৪০ মিনিটে পূর্বাচল এবং ২০ মিনিট ৩৫ সেকেন্ডে নতুনবাজার থেকে পূর্বাচলে যাওয়া যাবে।
এ প্রকল্পের কাজ ১২টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্যাকেজ-১ এর আওতায় ডিপোর ভূমি উন্নয়ন করা হবে। অসমতল জমি ভরাট করে অবকাঠামো নির্মাণের জন্য প্রস্তুত করা হবে। সেখানেই হবে মেট্রোরেলের ডিপো। রূপগঞ্জের পীতলগঞ্জে প্রায় ৯৩ একর জমিতে ডিপো নির্মিত হবে। থাকবে বিদ্যুতের রিসিভিং সাব-স্টেশন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজের উদ্বোধন করেন।

গত ২৩ নভেম্বর এই প্যাকেজের ঠিকাদারের সঙ্গে ৬০৭ কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়। জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড যৌথভাবে ভূমি উন্নয়নের কাজ করবে। ছয়টি জোনে ভূমি উন্নয়নের কাজ চলবে। এ জন্য স্ট্যাটিক সেন্ড কম্প্যাকশন পাইল, ডায়নামিক সেন্ড কম্প্যাকশন পাইল, প্রি-ফেব্রিকেটেড ভার্টিক্যাল ড্রেন প্রযুক্তি ব্যবহার করা হবে। ভূমি উন্নয়নের কাজ শেষে প্যাকেজ-২ এর আওতায় অবকাঠামো নির্মাণ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম স্থাপন করা হবে। এখানে ট্রেন সংরক্ষণ ও পরিচালনার যাবতীয় অবকাঠামো হবে।

এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা ঋণ দেবে। বাকি ১৩ হাজার ১১১ কোটি টাকা জোগান দেবে বাংলাদেশ সরকার।

এমআরটি-১ এর ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার বিমানবন্দর-কমলাপুর অংশের ১২টি স্টেশনও নির্মিত হবে মাটির নিচে। স্টেশনগুলো হবে বিমানবন্দর, টার্মিনাল-৩, খিলক্ষেত, নদ্দা, নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, আফতাবনগর, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুর। এ রুটের দূরত্ব হবে প্রায় ২০ কিলোমিটার।

টানেল বোরিং মেশিনে (টিবিএম) দুই দিক থেকে মাটির নিচে রেলপথ নির্মিত হবে। প্রকল্প পরিচালক আবুল কাশেম ভুঁইয়া জানিয়েছেন, চারটি প্যাকেজে টানেল তৈরি হবে। সেগুলোর প্রাক-যোগ্যতার আবেদন আহ্বান করা হয়েছে। এর পর হবে দরপত্র আহ্বান। ঠিকাদার নিয়োগের পর টানেল নির্মাণের কাজ হবে।

সূত্র জানিয়েছে, প্রতিটি টিবিএম দিনে ১০ মিটার সুড়ঙ্গ খনন করতে পারবে। সুড়ঙ্গ খননের সঙ্গে সঙ্গে কংক্রিট স্ল্যাব বসিয়ে তৈরি হবে টিউব। এর ভেতরে বসানো হবে ডাবল রেললাইন। সেই লাইন দিয়ে দু'দিকে চলবে ট্রেন। তবে স্টেশন তৈরি হবে ওপেন কাট পদ্ধতিতে। নির্মাণের পর মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে। স্টেশনে ওঠানামার জন্য থাকবে সিঁড়ি, লিফট ও এস্কেলেটর।

পীতলগঞ্জ থেকে কাঞ্চন হয়ে নতুনবাজার পর্যন্ত মেট্রোরেল লাইন তৈরি হবে ৩০০ ফুট সড়কের ওপর দিয়ে। এ জন্য আগেই সড়কটি মাঝখানে প্রয়োজনীয় জায়গা রাখা হয়েছে। এ রুটের দূরত্ব হবে ১১ দশমিক ৩৭ কিলোমিটার। স্টেশনগুলো হবে নতুনবাজার, নদ্দা, জোয়ার সাহারা, বোয়ালিয়া, মস্তুল, শেখ হাসিনা স্টেডিয়াম, পূর্বাচল সেন্টার, পূর্বাচল পূর্ব, পূর্বাচল টার্মিনাল। পীতলগঞ্জে থাকবে ৯টি এলিভেটেড স্টেশন।

স্থানীয় বাসিন্দারা জানান, এখন কাঞ্চন থেকে মতিঝিল পর্যন্ত দুই ঘণ্টার কম সময়ে কখনও যাওয়া যায় না। আবার বিমানবন্দর যেতে এক ঘণ্টা লেগে যায়। এখন কাঞ্চন থেকে ৪০ মিনিটে মতিঝিল আর বিমানবন্দর থেকে ২৪-২৫ মিনিটে মতিঝিল যেতে পারলে মানুষের রাস্তার ভোগান্তি আর থাকবে না। তবে প্রকল্পের কাজ যেন দ্রুত শেষ হয়- সেটাই তাদের দাবি।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জাপার মনোনয়ন পেলেন আতাউর রহমান সরকারগাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জাপার মনোনয়ন পেলেন কাজী মোঃ মশিউর রহমানগাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জাপার মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার মাইনুল রাব্বি চৌধুরীগাইবান্ধা-২ (সদর) আসনে জাপার মনোনয়ন পেলেন আব্দুর রশিদ সরকারগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাপার মনোনয়ন পেলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীদেশপ্রেমিক নেতা হিসেবে মোহাম্মদ হানিফ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের নতুন সংস্করণের শুভমুক্তিআওয়ামী লীগের মনোনয়ন নিতে সকাল থেকেই দীর্ঘ লাইনে প্রত্যাশীরাপুলিশকে সহায়তা করতে ১০ হাজার আনসার মোতায়েনগাইবান্ধা-২ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন মাহাবুব আরা বেগম গিনিক্ষমা চাইলেন তানজিন তিশাপরিবার পরিকল্পনা বিভাগে ২৭ পদে চাকরি২ লাখ রুপি হোটেল ভাড়া দিয়েও ফাইনাল দেখতে যাচ্ছেন মানুষজয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জয় ও ববিমাস্কের এক্সে বিজ্ঞাপন দেবে না ডিজনি-অ্যাপল-আইবিএমআ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু, প্রথমটি সংগ্রহ করলেন শেখ হাসিনাসাদুল্লাপুরে আ’লীগ’র শান্তি সমাবেশ অনুষ্ঠিতগাইবান্ধা শহর পরিচ্ছন্নতায় একঝাঁক শিক্ষার্থী১৬ ডিসেম্বর থেকে শুরু বিমানের ঢাকা-চেন্নাই সরাসরি ফ্লাইটশিশুদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলুনঃ টেলিযোগাযোগ মন্ত্রীপ্রধানমন্ত্রীর উদ্বোধন: চট্টগ্রামে সরকারি চাকরিজীবীদের আবাসন সংকট মেটাবে ৬৮৪ ফ্ল্যাটগোবিন্দগঞ্জে তৈরি হচ্ছে দেশের এক-তৃতীয়াংশ শীতবস্ত্রগোবিন্দগঞ্জে ভাল দাম পাওয়ায় আগাম শাক-সবজি চাষে ব্যস্ত কৃষকসারা দেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েনগাইবান্ধায় ৪৮টি প্রকল্প ও কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীফুছড়িতে শিক্ষা ও সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে চরাঞ্চলের জীবনআজ তফসিল ঘোষণা হবে সন্ধ্যায়, জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসিসুন্দরগঞ্জে যুবলীগ নেতা হ’ত্যা মামলায় যুবদল নেতাসহ আরও আটক-২জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রীগাইবান্ধায় স্বাস্থ্যসেবা নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিতওদের সুমতি হোক, অগ্নি-সন্ত্রাস বন্ধ করুক: প্রধানমন্ত্রীগাইবান্ধায় মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ গিনিনির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দেবে: প্রধানমন্ত্রীগাইবান্ধায় মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ গিনিগাইবান্ধায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালনসুন্দরগঞ্জে যুবলীগ নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশশীতকালীন সবজি চাষে ব্যস্ত বরিশালের চাষিরা!বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারানোর শঙ্কায় যেসব কোচহজ কার্যক্রমের অনুমতি পেল ৭৮৬ এজেন্সি১৫৭ প্রকল্পের ৫৩৬০ অবকাঠামো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী১৫৭ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী২-১ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা দেবে কমিশনগাইবান্ধায় স্বাস্থ্যসেবা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠানে হুইপ গিনিগোবিন্দগঞ্জে জামাত-বিএনপির অবরোধ বিরোধী প্রতিবাদ সভাব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ আজগোবিন্দগঞ্জে অবরোধ নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভামেট্রোরেলে বিজ্ঞাপনের পোস্টার: তদন্তে কমিটি গঠনগাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতার মৃত্যু, আটক ৪পানি পানের সঠিক সময়আজ দুই হাজার স্কুল ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী১৫৭ প্রকল্পের ৫৩৬০ অবকাঠামো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীগাইবান্ধায় মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ গিনি১৫৭ প্রকল্পের ৫০৩৬০ অবকাঠামো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীগাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিতআজ দুই হাজার স্কুল ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীখালেদা জিয়া কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল: শেখ হাসিনা