বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৪:৩৪, ৫ মে ২০২২

জেলের জালে মৌসুমের সবচেয়ে বড় দুই রাজা ইলিশ

জেলের জালে মৌসুমের সবচেয়ে বড় দুই রাজা ইলিশ

ভোলার লালমোহনে মেঘনায় জেলেদের জালে ধরা পড়েছে দুইটি রাজা ইলিশ। মাছ দুটির ওজন হবে আড়াই কেজি করে। এটি এ মৌসুমের সবচেয়ে বড় ইলিশ বলে জেলেরা জানান। বুধবার বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল মৎস্য ঘাটে ইলিশ দুটি জেলেদের জালে ওঠেছে।

জেলে গিয়াস উদ্দিন মাঝি বলেন, দুপুর ১২টার দিকে লালমোহনের বাতির খাল থেকে ১১ জন জেলে নিয়ে মাছ শিকারে যান তারা। বিকেল ৪টা পর্যন্ত জাল বেয়ে দুটি আড়াই কেজি ওজনের রাজা ইলিশসহ প্রায় ২০টি ইলিশ পেয়েছেন। এসব মাছের মূল্য প্রায় ১০ হাজার টাকা হবে।

তিনি বলেন, এতো বড় মাছ এর আগে জেলেদের জালে ধরা পড়েনি। তবে মাছ দুটি ঘাটে আনা হলেও তা বিক্রি হয়নি। বৃহস্পতিবার সকালে বিক্রির জন্য রেখে দেওয়া হয়েছে। আরেক জেলে মনির হোসেন মাঝি জানান, সকালে প্রায় ২ কেজি ওজনের দুটি ইলিশ পাইছি। আড়ৎ নিয়ে ইলিশ বিক্রি করেছি ৭ হাজার ৯ শ’ টাকা। এরকম প্রতিদিন ২/৩টি করে জেলেদের জালে ইলিশ পাওয়া যায়।

ওই ঘাটের আড়ৎদার মো. শাহিন বলেন, ২/৩ দিন ধরে জেলেদের জালে বড় সাইজের মাছ ধরা পড়ছে। তবে এ দুটি মাছ কিছুটা বড় ছিল। স্থানীয় জেলেরা জানালেন, ইলিশ ধরার শুরুতে জেলেদের জালে তেমন মাছ ধরা পড়েনি। তবে গত ২/৩ দিন ধরে ইলিশ ধরা পড়ছে। এতে হাসি ফুটেছে জেলেদের।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

দেশজুড়ে আরো ৩ দিন হিট অ্যালার্ট জারিন্যাপ এক্সপো-২০২৪ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীবদলে গেল গাইবান্ধার ৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধন