শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৯:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০২১

আল্লাহ সবাইকে সুস্থ রাখুক: প্রধানমন্ত্রী

আল্লাহ সবাইকে সুস্থ রাখুক: প্রধানমন্ত্রী

আল্লাহর কাছে সবার সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দুর্ভাগ্য হচ্ছে এই সংসদে একের পর এক সদস্য হারাচ্ছি। এই সংসদে আমরা এতজন সংসদ সদস্য হারালাম এটা সত্যিই খুব দুঃখজনক। এরকম প্রতিদিন প্রতিমুহূর্তে শোক প্রস্তাব নিতে চাই না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।’

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সংসদ জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশেষ করে এই করোনাকালে সবাই স্বাস্থ্যসুরক্ষাটা যেন মেনে চলে। যারা টিকা নিয়েছেন তাদের প্রতিও এই অনুরোধ করি। আমাদের দেশের মানুষ এবং প্রবাসী যারা আছেন প্রত্যেকেরই মঙ্গল কামনা করি। আল্লাহ তালার কাছে সবাইকে সুস্থ ও ভাল রাখার কামনা করি।’

সংসদ নেতা বলেন, ‘আজ আমরা আরও একজন সংসদ সদস্যকে হারালাম। তিনি অত্যন্ত বিদুষী ছিলেন। তার মতো শিক্ষা-দীক্ষা ও জ্ঞানসম্মত মানুষ মেয়েদের মধ্যে কমই পাওয়া যায়। এবার যখন সংসদ অধিবেশন শুরু করলাম দুই জন সংসদ সদস্য হারালাম। আবার এবার মুলতবি অধিবেশনের আগে গতকাল খবর পেলাম এই মৃত্যুর খরব। সংসদ সদস্য মাসুদা এম রশীদ চৌধুরী তার বহুমুখী প্রতিভা নারী সমাজকে প্রেরণা দেবে। সামনে এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস যোগাবে।’

মাসুদা এম রশীদ চৌধুরীর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি একজন চিত্রশিল্পী ছিলেন। তিনি বিদেশে পড়ালেখা করেছেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ডিবেটিং ও রোভার স্কাউট সর্বক্ষেত্রে তার বিচরণ ছিল। এমনই গুণসম্পন্ন মানুষ একজন আমাদের ছেড়ে চলে গেলেন। আমি মনে করি এটি সত্যিই আমাদের সমাজের জন্য একটি বিরাট ক্ষতি।’

মাসুদা রশীদের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকার প্রধান বলেন, ‘তিনি খুবই মিষ্টিভাষী ও জ্ঞানী মানুষ ছিলেন। বেঁচে থাকলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তিনি আরও অনেক অবদান রাখতে পারতেন।’

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু