রাজশাহীতে ভুট্টা দিয়ে তৈরি হচ্ছে ব্যাগ, রপ্তানি হচ্ছে বিদেশেও!

পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগের প্রচলন শুরু হয়েছে অনেক আগেই। কিন্তু, এবার দেশে প্রথমবারের মত পাট ছাড়াও ভুট্টা দিয়ে তৈরি ব্যাগেরও প্রচলন শুরু হল। ইতোমধ্যে ভুট্টা দিয়ে তৈরিকৃত এসব পচনশীল পরিবেশবান্ধব ব্যাগ বিদেশেও রপ্তানি হচ্ছে । আর এই অনন্য ব্যাগটি উৎপাদন করেছে রাজশাহীর পবার আলিমগঞ্জ এলাকায় ক্রিস্টাল বায়ো টেক নামের একটি প্রতিষ্ঠান।
জানা যায়, ভুট্টার ওপরের হলুদ অংশ ফেলে দেওয়ার পর সাদা অংশটি দিয়ে এই ব্যাগ উৎপাদন করা হয়। যা বিদেশ থেকে আমদানি করতে হয়। বর্তমানে পাটের ব্যাগের দাম অনেক বেশি সেই তুলনায় ভুট্টা দিয়ে তৈরি ব্যাগ আরও সাশ্রয়ী হবে। সেক্ষেত্রে কাঁচামাল আমদানি কমিয়ে দেশেই ভুট্টা থেকে কাচামাল তৈরি করতে হবে। এতে করে দাম কমে আসবে। বর্তমানে একটি বড় সাইজের ব্যাগের দাম রাখা হচ্ছে চার টাকা, যার উৎপাদন খরচ আড়াই টাকার বেশি
বর্তমানে বিদেশ থেকে আমদানিকৃত ভুট্টার কাঁচামাল দিয়ে ব্যাগ তৈরি করছে প্রতিষ্ঠানটি। তবে খুব শীঘ্রই দেশেই উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভুট্টা থেকে ব্যাগ তৈরির কাঁচামাল উৎপাদনের লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইফতেখারুল হক।
দৈনিক গাইবান্ধা