শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৩:০৮, ২৮ সেপ্টেম্বর ২০২২

পদ্মার এক বোয়াল বি‌ক্রি হ‌লো ২৭ হাজার টাকায়

পদ্মার এক বোয়াল বি‌ক্রি হ‌লো ২৭ হাজার টাকায়

রাজবাড়ী গোয়াল‌ন্দ উপজেলার দৌলত‌দিয়া এলাকায় পদ্মা নদীতে মোহম্মদ আলী না‌মে এক জে‌লের জা‌লে ধরা প‌ড়ে‌ছে ১২ কে‌জি ৯০০ গ্রাম ওজনের বিশাল এক বোয়াল মাছ। প‌রে মাছ‌টি ২ হাজার ১৫০ টাকা কে‌জি দ‌রে ২৭ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) মাছ‌টি পদ্মা নদীর ধোপাগাথি এলাকা থেকে পাবনার ঢালারচর এলাকার জে‌লে মোহম্মদ আলীর জা‌লে ধরা প‌ড়ে।

ভো‌রে ‌দৌলত‌দিয়া লঞ্চ ঘাটের ধোপাগা‌থি এলাকায় সহ‌যো‌গীদের নি‌য়ে জাল ফে‌লে মোহাম্মদ আলী। সকালে জাল টে‌নে তুল‌তেই দে‌খেন বড় আকৃতির এক‌টি বোয়াল জা‌লে আটকা প‌ড়ে‌ছে। প‌ড়ে দৌলতদিয়া ফে‌রিঘাট এলাকায়  এনে ওজন দি‌য়ে দে‌খেন মাছ‌টির ওজন ১২ কে‌জি ৯শ’ গ্রাম। এ সময় ঘা‌টের মাছ ব‌্যবসায়ী মো. শাজাহান শেখ একটু লা‌ভের আশায় সরাস‌রি জে‌লের থে‌কে ২ হাজার ১০০ টাকা কে‌জি দ‌রে ২৭ হাজার টাকায় মাছ‌টি কি‌নে নেয়।

মাছ ব‌্যবসায়ী মো. শাজাহান শেখ ব‌লেন, মাছ‌টি সরাস‌রি জে‌লের কাছ থে‌কে কি‌নে ‌কে‌জিতে ৫০ টাকা লা‌ভে গোপালগঞ্জের এক ব‌্য‌ক্তির কা‌ছে বি‌ক্রি ক‌রে‌ছেন। 

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ