শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৬:১৭, ৯ সেপ্টেম্বর ২০২২

শরণখোলায় অসময়ের তরমুজ চাষে সফল বিপুল মাঝি

শরণখোলায় অসময়ের তরমুজ চাষে সফল বিপুল মাঝি

সবজির পাশাপাশি তরমুজ চাষ করে সফলতা অর্জন করলেন বাগেরহাটের শরণখোলার বিপুল চন্দ্র মাঝি। উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বিমল মাঝির ছেলে বিপুলের ক্ষেতের মাচায় ঝুলছে বিভিন্ন রঙের শত শত রসালো তরমুজ। বর্তমানে তরমুজ চাষের মৌসুম না হলেও চাষ পদ্ধতি রপ্ত করে উপজেলার প্রথম চাষি হিসাবে সফল হয়েছেন তিনি। 

চাষি বিপুল চন্দ্র মাঝি ও উপজেলা কৃষি অফিস সূত্রে গেছে, ৭-৮ বছর আগে বাড়ির পাশের এক একর জমি বর্গা নিয়ে মাছ চাষ শুরু করেন বিপুল চন্দ্র মাঝি এর পাশাপাশি বিভিন্ন জাতের লাউ, শসা, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন শাক-সবজি চাষ করে আসছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় অসময়ে তরমুজ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে চাষিদের। তারই ধারাবাহিকতায় কৃষি অধিদপ্তরের পরামর্শ নিয়ে চাষ শুরু সবজি চাষের পাশাপাশি তরমুজ চাষের ব্যাপারে আগ্রহের সৃষ্টি হয় বিপুলের।

উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করার পরে সরকারীভাবে সুগার কিং জাতের তরমুজের বীজ, সার এবং কীটনাশক সহ সবধরনের উপকরণ দিয়ে সহায়তা করে কৃষি বিভাগ। ২৮ জুন চারা রোপণ করার পর ৬৫ দিনের মাথায়ই ফলন আসে তার ক্ষেতে। এখন পর্যন্ত ১০ হাজার টাকার তরমুজ বিক্রি করা হয়েছে। বর্তমানে তরমুজের মাচায় তিন শতাধিক তরমুজ ঝুলছে যেগুলো আগামী ৮/১০ দিনের মধ্যে বাজারজাত করা যাবে। তবে ধারনা করা হচ্ছে, ৭০/৮০ টাকা কেজি দরে বাকি তরমুজগুলো বিক্রি করা যাবে। 

তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম মনি বলেন, বিপুল মাঝির আগ্রহ দেখে তরমুজ চাষাবাদে সার্বক্ষণিক প্রদর্শনী চাষিকে পরামর্শ দিয়ে আসছি। কৃষি অফিসের সহায়তায় প্রথম চাষেই সফল হয়েছেন চাষি বিপুল মাঝি। তরমুজের ফলন দেখে এলাকার অন্য চাষিদের মাঝেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার জানান, অসময়ের তরমুজ চাষে আগ্রহী চাষি বিপুল চন্দ্র মাঝিকে বীজ, সার, কীটনাশক সহ সকল উপকরণ সরবারহ ও সবধরনের সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতে আরো চাষি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। 

এদিকে, ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় কৃষক বিপুল মাঝির অফ সিজনে সুগার কিং জাতের তরমুজ চাষের সফলতা প্রচারে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।  ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ধলুর সভাপতিত্বে উত্তর রাজাপুর আমতলী গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. কৃষিবিদ মো. ফজলুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক  খামারবাড়ী বাগেরহাট মো. আজিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মোস্তফা মশিউল আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম মনি, মো. আবুল হাসান, সাংবাদিক মাসুদ মীরসহ প্রায় ২০০ কৃষক-কৃষাণি এ সময় উপস্থিত ছিলেন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু