শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৪:৩১, ১৬ জুন ২০২২

হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুমিল্লার মেয়র নৌকার রিফাত

হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুমিল্লার মেয়র নৌকার রিফাত

বাজিমাত করলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত। জনগণের বিজয়ের মালা গলে পড়ে নগরপিতার আসন অলংকৃত করলেন তিনি। আর বৃষ্টিস্নাত আষাঢ়ের প্রথম দিনে ভালোবাসার প্রতিদানে ব্যালেট বাক্সে ভরিয়ে দিলেন কুমিল্লাবাসী। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুমিল্লার মেয়র নৌকার রিফাত। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মনিরুল হক সাক্কুর চেয়ে ৩৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

বুধবার (১৫ জুন) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এ ফল ঘোষণা করেন। কুমিল্লা সিটি করপোরেশনের ১০৫টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রের ফলের মধ্যে হাতে এসে পৌঁছেছে ১০৫টি কেন্দ্রের ফল। এই ১০৫টি কেন্দ্রে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯৯৬৭ ভোট, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত ৫০৩১০ ভোট এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী (ঘোড়া প্রতীক) মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ২৯০৯৯ ভোট।

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়।

কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে দুজন।

প্রসঙ্গত, কুমিল্লা সিটির ভোটে এবার মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার: ২,২৯,৯২০ জন (পুরুষ ১,১২,৮২৬; নারী ১,১৭,০৯২ এবং হিজড়া ২)। ওয়ার্ড: ২৭টি সাধারণ, ৯টি সংরক্ষিত। ভোটকেন্দ্রে: ১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোট কক্ষে ভোটগ্রহণ হয়েছে। সোয়া দুই লাখের বেশি ভোটারের এ নগরে ভোট নেয়া হয়েছে ইভিএমে। আর এবারই প্রথম সব কেন্দ্র ও ভোট কক্ষে ছিল সিসি ক্যামেরা।

বিরতীহীন ভোটে সকাল ৯টার দিকে মুষলধারে বৃষ্টিতে ভোটারদের কিছু সময়ের জন্য ভোগান্তিতে পড়তে হয়। এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএম মেশিনে ক্রুটির কারণে ৪১ মিনিট ভোগগ্রহণ চালিয়ে নেয়া সম্ভব হয়নি।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু