সাদুল্লাপুরে বারোমাসি আম বাগান করে স্বাবলম্বী তরুণ
দৈনিক গাইবান্ধা
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১

করোনা মহামারি দেখা দিলে চাকরি ছেড়ে গ্রামে ফেরেন তারা। এরপর তারা আবার মন দেন বাগান করার দিকে। এরপর তাদের আর পেছন ফিরে তাকাতে হয়নি। তারা এই বারোমাসি আম বাগান থেকে এখন প্রতি মাসে আয় করছেন প্রায় লাখ টাকা।
শুরুটা ২০১৯ সালের মার্চে। মাত্র চার বিঘা জমি বর্গা নিয়ে শুরু করেন আম ও পেয়ারা গাছের চারা রোপন। প্রথমে পাঁচশ আম ও আড়াইশ পেয়ারা গাছের চারা রোপন করেন তারা। এরপর দেড় বছরের নিবিড় পরিচর্যায় তা রূপ নেয় পরিপূর্ণ বাগানে।
এই বাগানের বারোমাসি আম ও পেয়ারা বিক্রি করে প্রতি মাসে এখন তাদের আয় হচ্ছে প্রায় লাখ টাকা।
এই তিন জন হচ্ছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ছোট ছত্রগাছা গ্রামের রুবেল মন্ডল, মাসুদ রানা ও জাহিদ হাসান জয়। তিন জনই পড়ালেখা করেছেন পলিটেকনিক্যাল কলেজে।
এদের মধ্যে রুবেল মন্ডল ২০১৮ সালে ঢাকা পলিটেকনিক্যাল থেকে (ইলেকট্রিক্যাল) ডিপ্লোমা ও মাসুদ রানা টেক্সটাইল ট্রেড নিয়ে বেসরকারি বগুড়া বিট পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা শেষ করেন। জাহিদ হাসান জয় গত বছরে ঢাকার শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যাল থেকে শেষ করেন ডিপ্লোমা।
এই তিন তরুণ প্রথমে চার বিঘা জমিতে আমের চারা রোপন করেন। পাশাপাশি রোপন করেন সুস্বাদু ফল পেয়ারা গাছের চারাও। শুরু থেকে নিজেরাই করেছেন বাগান পরিচর্যার কাজ। জমি নিড়ানি থেকে শুরু করে চারা রোপন; কিংবা খুঁটি পোতা থেকে বাগান ঘেরা, সবই করেন এই তিন তরুণ।
তবে এক সময় তিন তরুণের পক্ষে বাগান পরিচর্যা করা সম্ভব হয়ে উঠছিল না। তখন তারা নিজেরা কাজ করার পাশাপাশি দিনপ্রতি তিনশ টাকায় একজন শ্রমিক নিয়োগ করেন। কিন্তু মাস শেষে সেই শ্রমিকের পারিশ্রমিক দিতে না পারায় তিন তরুণ চাকরি নেন ঢাকায় পোশাক কারখানায়। সেই চাকরির বেতনের টাকায় শ্রমিকের পারিশ্রমিক দিতে সক্ষম হন এই তরুণ উদ্যোক্তা।
পরে করোনা মহামারি দেখা দিলে চাকরি ছেড়ে গ্রামে ফেরেন তারা। এরপর তারা আবার মন দেন বাগান করার দিকে। এরপর তাদের আর পেছন ফিরে তাকাতে হয়নি। তারা এই বারোমাসি আমবাগান থেকে এখন প্রতি মাসে আয় করছেন প্রায় লাখ টাকা।
রুবেল মিয়া বলেন, ‘আগে থেকেই তিন বন্ধু মিলে একটা কিছু করব এমন ভাবনা ছিল। এরই পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ১০ মার্চ আমরা তিন বন্ধু প্রথম আম বাগান করার সিদ্ধান্ত নেই। এরপর থাই কাটিমন জাতের চারা লাগানোর পরিকল্পনা করি।
‘চার বিঘা জমিতে প্রথমে পাঁচশ আম ও আড়াইশ পেঁয়ারার চারা রোপন করি। এরপর করোনার সময়টাতে গ্রামে ফিরে বাগান পরিচর্যায় লেগে পড়ি। এখন বাগানের আম-পেয়ারা বিক্রি করে পরিবারসহ নিজেরা ভালভাবে চলতে পারছি। আমরা এই বাগান করে এখন স্বাবলম্বী।’
আরেক উদ্যেক্তা মাসুদ রানা বলেন, ‘এই বাগান দাঁড় করতে যা ব্যয় হয়েছে তার জন্য আমরা কোনো ঋণ নিইনি। এটি দাঁড় করতে নিজেরাই পরিশ্রম করেছি। যার কারণে আমরা এখন ভালো ফল পাচ্ছি।’
তিনি বলেন, এ ধরনের বাগান যে কেউ চাইলে করতে পারবে। এই বাগান করে ক্ষতির কোনো সম্ভাবনা নেই। কেননা, এই আম ঋতু ছাড়াও বারো মাসে পাওয়া যায়। আমরা পাইকারি দরে প্রতি মণ আম বিক্রি করছি ২০ হাজার টাকায়। অর্থাৎ প্রতি কেজি আমের দাম পড়ছে পাঁচশ টাকা।’
জাহিদ হাসান জয় বলেন, ‘এখানে চার বিঘা জমিতে প্রায় সাড়ে সাতশ গাছ আছে। এগুলো হচ্ছে থাইল্যান্ডের থাই কাটিমন চারা। এই গাছ বছরে তিনবার ফলন দেয়। তবে প্রথম দেড় বছর উচ্চ ফলনের আশায় কোনো ফল নিইনি আমরা। গত চার মাস হলো ফল বিক্রি শুরু করি আমরা। এখন পর্যন্ত প্রায় পনেরো মণ আম বিক্রি করে তিন লাখ টাকা আয় করেছি আমরা।’
তিনি বলেন, ‘আমি মনে করি সিজনাল আমবাগান করার চেয়ে বারোমাসি আম বাগান করে লাভ বেশি হয়। কারণ অফ সিজনে দাম বেশি পাওয়া যায়।’
জয় জানান, আম ও পেয়ারা বিক্রি করে লাখ টাকা আয়ের পাশাপাশি তারা কলম কেটে বিক্রি করছেন গাছের চারাও। এক একটি আমের চারা বিক্রি হচ্ছে দুইশ টাকা। যা মাস শেষে আয়ের আরেকটি বড় অংশ যোগ হচ্ছে তাদের। এসব চারা তারা বিক্রি করছেন গাইবান্ধা ও রংপুরসহ দেশের বিভিন্ন জেলায়।
এ বিষয়ে ওই এলাকার সমাজসেবক আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকার এই তিন যুবক পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা শেষ করেছে। তাদের এ উদ্যোগে আমি খুশি। আমি নিজেও এ ধরনের বাগান করার পরিকল্পনা করছি। এটা এ অঞ্চলের প্রথমে আম বাগান যা বারোমাসই ফল দিচ্ছে।
‘আমি মনে করি, কৃষি বিভাগের এসব তরুণ উদ্যেক্তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। সরকার অনেককেই ভর্তুকি দিচ্ছে। সে রকম এদেরকে ভর্তুকি বা ঋণ দিয়ে সহযোগিতা করা দরকার।’
সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. খাজানুর রহমান বলেন, ‘ধাপেরহাটের তিনজন তরুণ উদ্যোক্তা পত্র-পত্রিকা দেখে বারোমাসি কাটিমন আমের চারা সংগ্রহ করে চুয়াডাঙ্গা থেকে। কৃষি বিভাগের কারিগরি সহায়তায় আজ তারা আম চাষে স্বাবলম্বী। এই বাগান থেকে তারা প্রতি সপ্তাহে ২০-২৫ হাজার টাকার আম বিক্রি করছে। উপজেলায় এ রকম আরও উদ্যোক্তা আমরা খুঁজছি।’

- ডিজিটাল নিরাপত্তা আইন ফের পর্যালোচনা করা হবে ॥ আইনমন্ত্রী
- স্বপ্নের হাতছানি কক্সবাজার রেললাইন
- রোবটকে বাংলায় কথা বোঝানোর প্রযুক্তি তৈরি হচ্ছে : পলক
- খুঁজে খুঁজে প্রকল্পের গাড়ি উদ্ধার
- নতুন রূপে সাজছে চট্টগ্রাম চিড়িয়াখানা
- গাল্ফফুড প্রদর্শনীতে বাংলাদেশ, রপ্তানিতে অবদানের অপার সম্ভাবনা
- সিরিয়ার সেনাঘাঁটিতে মার্কিন হামলার তীব্র নিন্দা ইরানের
- সবচেয়ে বড় সাইবার আক্রমণ: ৩২৭ কোটি মানুষের পাসওয়ার্ড হ্যাক
- মিমির সঙ্গে রাজ! আশঙ্কায় মুখ ভার শুভশ্রীর
- প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে শেখ রেহানা
- পৃথিবীর বুকে বাংলাদেশ একটি মর্যাদাশীল রাষ্ট্র: কৃষিমন্ত্রী
- অসুস্থ হয়ে মারা গেলে কী করার আছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
- মুশতাকের স্বাভাবিক মৃত্যু নিয়ে মিডিয়ায় অপপ্রচার, নেপথ্যে কারা
- সাঘাটায় আরসিসি ব্রীজের ভিত্তি স্থাপন করেন ডেপুটি স্পিকার
- গাইবান্ধা চরের নিত্যদিনের বাহন ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ী
- গাইবান্ধা শহরের পুরাতন ঘাঘট নদীর ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ
- গাইবান্ধায় মামলা নিষ্পত্তিতে অগ্রগতি
- ৯৯৯ এ কল, যাত্রীবাহী নৌকা উদ্ধার করলো কোস্টগার্ড
- পাথর কুচি গাছের গুনাবলি
- উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ
- `দর্শকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে`
- কালো তুঁত
- ফুলছড়িতে মরিচ চাষে লাখপতি হয়েছেন কৃষকরা
- গোবিন্দগঞ্জে বাইচ নৌকা পাওয়ার এক্সপ্রেসের উদ্বোধন
- দুধ ভাই-বোনের মধ্যে বিয়ে নয়
- ডিজিটাল নিরাপত্তা আইন পুনঃনিরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর
- ঢাকা-জলপাইগুড়ি রুটে ট্রেন চলবে ২৬ মার্চ থেকে
- জুনের মধ্যে ১ম পর্যায়ের করোনা টিকা সম্পন্ন করা হবে-ডেপুটি স্পীকার
- আজ জাতীয় পরিসংখ্যান দিবস
- বিশ্বে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার আহ্বান প্রধানমন্ত্রীর
- গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধুর ভাষ্কর্য উন্মোচন
- গাইবান্ধায় অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটায় অভিযান ও ১৮ লাখ টাকা জরিমানা
- ৬০ ও ৮৪ কর্মদিবসে পড়ানো সিলেবাসে পরীক্ষা : শিক্ষামন্ত্রী
- সাঘাটায় নারী ক্রিকেটার মৃদুলাকে সংবর্ধিত করলেন ডেপুটি স্পিকার
- গোবিন্দগঞ্জে ভ্যান চালক হত্যার ৩ আসামীকে আটক করেছে র্যাব
- পলাশবাড়ীতে ভ্রাম্যমান থেরাপি চিকিৎসা সেবা ও হুইল চেয়ার বিতরণ
- ফুলছড়িতে মাদ্রাসা উদ্বোধন করলেন ডিপুটি স্পিকার
- ক্রিকেট মাঠে বাড়ি বানাবেন পান্ট!
- হরমোন সমস্যায় ভুগছেন বুঝবেন যেসব লক্ষণে
- জয় হলো রিয়েলমি ৫ আইয়ের
- বাংলাদেশ থেকে ধানের উন্নত জাত নিতে চায় নেপাল
- হারানো চুল ফিরিয়ে আনুন পান পাতা ব্যবহারে
- গাইবান্ধায় দুই জঙ্গি গ্রেপ্তার
- আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ও অর্থসহ
- জাদু করা কুফরি ও কবিরা গোনাহ
- শিশুর মুখের ঘা দূর করতে যা করবেন
- বিএসটিআই’র অভিযানে পলাশবাড়িতে তিন ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা
- নিরাপদ খাদ্যের ঠিকানা হবে সোনার বাংলাদেশ : প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় ১৮ মামলার পলাতক আসামী গ্রেফতার
- কে হচ্ছেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র?
