শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩, ২৩ অক্টোবর ২০১৯

বাজারে আসছে ‘ব্যানানা ফোন’, দামও কম

বাজারে আসছে ‘ব্যানানা ফোন’, দামও কম
 
শিরোনাম পড়ে হয়তো নিজেই নিজেকে প্রশ্ন করছেন, ‘এ আবার কেমন ফোন?’ দেখতে একেবারেই পাকা কলার মতো! অথচ এতে কথা বলার সুবিধা রয়েছে। অদ্ভূত ডিজাইনের এই ফোন এনে চমকে দিয়েছে ‘ব্যানানা ফোন’ নামের একটি স্টার্টআপ।

নামে ‘ব্যানানা ফোন’ হলেও এটি আদতে কোনো ফোন নয়। এটি ব্লুটুথ সম্বলিত ওয়্যারলেস মোবাইল হেন্ডসেট। যার ব্লুটুথ রেঞ্জ ৩০ ফুট। স্মার্টফোনের বুলুটুথের সঙ্গে ব্যানানা ফোন সংযুক্ত করে কল রিসিভ করা যায়। ডিভাইসটির মাধ্যমে অডিও গানও শোনা যাবে। ভলিউম বাড়ানো, কমানো ও কল  রিসিভ করার জন্য তিনটি বাটন রয়েছে এই ডিভাইসটিতে।

 

‘ব্যানানা ফোন’

‘ব্যানানা ফোন’

 

মাইক্রো ইউএসবি ক্যাবলের মাধ্যমে ডিভাইসটি চার্জ দিতে হবে। পুরো ব্যাটারি একবার চার্জ করলে ২০ ঘণ্টা ব্যবহার করা যাবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। ব্যানানা ফোনটি কিনলে মিলবে একবছরের ওয়ারেন্টি। এর দাম নির্ধারণ করা হয়েছে ৩৯.৯৯ডলার (৩হাজার ৩৬০টাকা)। তথ্যসূত্র- দ্য ভার্জ

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ