শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:২৫, ৩১ অক্টোবর ২০২০

বঙ্গবন্ধু-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০ পেলেন যারা

বঙ্গবন্ধু-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০ পেলেন যারা

১৪ ক্যাটাগরিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বঙ্গবন্ধু-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন ১৫ জন সাংবাদিক। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এ পুরস্কার দেওয়া হয়।

মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সমকালের স্টাফ রিপোর্টার আবু সালেহ রনি, শিক্ষা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ফিনান্সিয়াল এক্সপ্রেস এর নিউজ কনসালটেন্ট রায়হান এম চৌধুরি, স্বাস্থ্য ক্যাটাগরিতে আরিফুর রহমান, অনুসন্ধানী রিপোর্টের জন্য কামরুল হাসান, অর্থ-বাণিজ্যে মরিয়ম সেঁজুতি, সেবা খাতে শাহেদ শফিক, ক্রীড়া ক্ষেত্রে রফিকুল হায়দার ফরহাদ, শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যে সিনিয়র রিপোর্টার মনোয়ার হোসেন, আইন ও মানবাধিকার বিষয়ক রিপোর্টের জন্য সমীর কুমার দে।

টেলিভিশন ও রেডিও শাখায় যারা পুরস্কার পেলেন- সেবা খাতে বিজয়ী হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের মাকসুদুন নবী, উন্মুক্ত অনুসন্ধানী শাখায় যৌথভাবে বিজয়ী হন যমুনা টেলিভিশনের আলাউদ্দিন আহমেদ অপূর্ব এবং কাজী ইমতিয়াজ আল মমিন, অর্থ ও বাণিজ্য বিষয়ে পুরস্কার পান এনটিভির হাসানুল আলম শাওন, স্বাস্থ্যখাতে যমুনা টেলিভিশনের সাজ্জাদ পারভেজ, নারী ও শিশু ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছেন নিউজ২৪ এর সিনিয়র রিপোর্টার আশিকুর রহমান শ্রাবণ।

‘বঙ্গবন্ধু-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০’ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক হেলীমুল আলম বিপ্লব।  

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিবৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলাসবাই ঈদের নামাজে গেলে শাহনাজের ঘরে ঢুকে প্রেমিক রাজু, অতঃপর...