শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৩:১৫, ১৪ আগস্ট ২০২০

বঙ্গবন্ধুর ৫ খুনিকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত

বঙ্গবন্ধুর ৫ খুনিকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক পাঁচ খুনিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় সম্পূর্ণভাবে কার্যকর করতে না পারব, ততক্ষণ পর্যন্ত তাদেরকে খুঁজে বের করে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে। যখন তাদেরকে আনা হবে তখনই এই প্রচেষ্টার পরিসমাপ্তি ঘটবে।’ বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘কানাডায় নূর চৌধুরী পলাতক আছেন। তিনি কানাডীয় সরকারকে বলেছেন-বাংলাদেশে তাকে একটি মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কানাডীয় সরকারের একটি আইন আছে, যেটা হচ্ছে যে দেশে মৃত্যুদণ্ড আছে সেখানে মৃত্যুদণ্ড হতে পারে এ রকম কোনো আসামিকে তারা ফেরত পাঠায় না। সেই আবেদনের কারণে সে সেখানে বসবাসরত আছেন।’

তিনি বলেন, ‘নূর চৌধুরী কানাডীয় সরকারের কাছে কি লিখেছেন এবং কি কারণে তাকে সেখানে থাকার অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলো জানার জন্য আমরা কানাডীয় সরকারের কাছে সেই কাগজপত্রগুলো চেয়েছিলাম। কানাডীয় সরকার জবাব দিয়েছে যে, তাদের প্রাইভেসি অ্যাক্টে এ কাগজগুলো দেওয়া যায় না। তখন আমরা সেখানে আইনজীবী নিয়োগ করে আদালতে আবেদন করেছিলাম। আদালত বলেছেন এই কাগজগুলো দেওয়া যাবে। তার পরিপ্রেক্ষিতে আমরা এখন অগ্রসর হচ্ছি।’

আইনমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে রাশেদ চৌধুরী রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। তার ব্যাপারে এখন যে পরিস্থিতি হয়েছে, সেটা অবজার্ভ (পর্যবেক্ষণ) করছি এবং এর অগ্রগতির ব্যাপারে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আর বাকি তিনজনের ব্যাপারে তাদের অবস্থান সম্বন্ধে জানি না, কিন্তু আমাদের অনুসন্ধান চলছে। আমরা মনে করি আমাদের এই প্রচেষ্টায় সাফল্য লাভ করব।’

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু