শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৪:৫৬, ৫ মে ২০২১

দলীয় নেতার ওপর ক্ষেপেছেন শ্রাবন্তী

দলীয় নেতার ওপর ক্ষেপেছেন শ্রাবন্তী

বিজেপি নেতা তথাগত রায়ের ‘নগরের নটী’ মন্তব্যে বেজায় চটেছেন দলটি থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে লড়াই করা চিত্রনায়িকা শ্রাবন্তী। মেঘালয়ের সাবেক রাজ্যপালকে উদ্দেশ্য করে শ্রাবন্তী বলেছেন, কোনো মন্তব্য করার আগে সে বিষয়ে জেনে নেয়া উচিত ছিল আপনার।

সদ্যসমাপ্ত নির্বাচনে বিজেপি থেকে লড়াই করেন চিত্রনায়িকা শ্রাবন্তী, পায়েল সরকার এবং তনুশ্রী চক্রবর্তী। কিন্তু ভোটের আগে তৃণমূলের নেতা মদন মিত্রের সঙ্গে নৌকাবিহারে গিয়েছিলেন তারা। আর ভোটে হেরে গেছেন এ তিন অভিনেত্রী।

সেই নৌবিহার ও নির্বাচনে বিজেপির বিপর্যয়কে একসঙ্গে টেনে মঙ্গলবার (৪ মে) তথাগত টুইট করে বলেন, ‘পায়েল শ্রাবন্তী পর্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেরিয়েছেন আর মদন মিত্রের সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাদের টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?’

তার এই টুইট নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। জবাব দেন তৃণমূলের লোকসভা সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান। তিনি বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি বিজেপি নারীর প্রধান শত্রু। এই দল কখনোই নারীকে সম্মান করতে পারেনি, পারবেও না। মেয়েদের ওরা এভাবেই দেখে। তাদের যে সম্মান করা উচিত, সেই শিক্ষাটাই ওদের মধ্যে নেই। সেজন্যই যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে রোমিও স্কোয়াডের কথা বলতে পেরেছিলেন।’

ঠিক নুসরাতের মতো ঝাঁঝালো ভাষায় না বললেও নিজ দলীয় বর্ষিয়ান নেতাকে শ্রাবন্তী বলেন, ‘তিনি দীর্ঘদিন বিজেপির সঙ্গে আছেন। তার কথা শুনেছি। তবে আমার মনে হয়, এই ধরনের মন্তব্য করার আগে বিষয়টি জেনে নেয়া উচিত ছিল।’

‘তিনি (তথাগত) বলেছেন, আমরা ভোটের টাকায় কেলিয়ে বেড়িয়েছি। তার এই মন্তব্যের কোনো প্রমাণ কি কারো কাছে আছে? যদি থাকে তবে তা দয়া করে সামনে আনুন। তারপর অভিযোগ করুন’—বলেন শ্রাবন্তী।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু