মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ || ২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৬:২৯, ২৬ অক্টোবর ২০২০

জানা গেল, কবে দেশে ফিরছেন সাকিব

জানা গেল, কবে দেশে ফিরছেন সাকিব

শ্রীলংকা সফরকে সামনে রেখে দেশে ফিরে অনুশীলন শুরু করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তবে সফরটি স্থগিত হয়ে যাওয়ায় আবারো যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান তিনি। নভেম্বরে শুরু হতে যাওয়া কর্পোরেট টি-টোয়েন্টি লিগে টাইগার অলরাউন্ডারের খেলার কথা রয়েছে। এ উদ্দেশ্যে আগামী মাসের প্রথম সপ্তাহেই দেশে পা রাখবেন এই ক্রিকেটার। 

পাঁচ দলের এই কর্পোরেট লিগে দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা অংশ নেবেন। সাকিবের উপর আইসিসি আরোপিত নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৯ অক্টোবর। ফলে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি। 

জানা গেছে কর্পোরেট লিগে সাকিবকে রেখেই স্কোয়াড গঠন করছেন নির্বাচকরা। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে কর্পোরেট লিগ মাঠে গড়াতে পারে। অবশ্য সূচি একটু পেছানোর গুঞ্জনও শোনা যাচ্ছে।

সাকিবের ঘনিষ্ঠ সূত্র দেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে পা রাখবেন সাকিব। বিশ্রাম-পর্ব শেষে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন তিনি। নিষেধাজ্ঞা পাওয়ার পর এবারই প্রথম বিসিবির অবকাঠামোগত সুবিধা ভোগ করতে পারবেন টাইগার অলরাউন্ডার। এর আগে গত সেপ্টেম্বরে বিকেএসপিতে নিবিড় অনুশীলন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

কর্পোরেট লিগে সাকিবের অংশগ্রহণের বিষয়ে আগেই গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরই মধ্যে প্রাথমিক স্কোয়াড প্রস্তুত করে রেখেছেন নির্বাচকরা। তবে কর্পোরেট লিগে সাকিব যে দলে খেলবেন সে দলই যে বেশি আলো কেড়ে নেবে, সেটা না বললেও চলে। 

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিবৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলাসবাই ঈদের নামাজে গেলে শাহনাজের ঘরে ঢুকে প্রেমিক রাজু, অতঃপর...