বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ || ৪ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৬:৪২, ১৩ জুলাই ২০২০

‘গাঙ্গুলিকে খোঁচালে পরিণাম ভালো হয় না’

‘গাঙ্গুলিকে খোঁচালে পরিণাম ভালো হয় না’

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালক গ্রায়েম স্মিথের মতে ভারতীয় ক্রিকেটকে নতুন এক উচ্চতায় তুলছেন দেশটির ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। স্মিথের মতো গাঙ্গুলিও ছিলেন ভারতের সাবেক অধিনায়ক।

দুজনই এখন সাবেক ক্রিকেটার থেকে বর্তমানে ক্রিকেট সংগঠক। তবে দ্বিতীয়টির আগে তাদের প্রথম পরিচয়টিই এখনও মুখ্য। গাঙ্গুলির ব্যাপারে তাই স্মিথের কথাও শুরু হয় ক্রিকেটার জীবন নিয়েই। স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড শো’তে নানান বিষয়ে কথা বলেছেন স্মিথ।

তার মতে, কখনও গাঙ্গুলিকে খেপানোর পরিণাম ভালো হয় না। কেননা যথাযথ জবাব দিতে একদমই ভুল করেন না ভারতের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক। স্টার স্পোর্টসের অনুষ্ঠানে গাঙ্গুলিকে তার বহুল পরিচিত নাম ‘দাদা’ বলেই সম্বোধন করেন প্রোটিয়া অধিনায়ক।

তিনি বলেন, ‘আপনি নিশ্চিত থাকতে পারেন, যদি কখনও দাদাকে খোঁচান, তাহলে এটা অবশ্যই ফেরত পাবেন আপনি। আমি এরই মধ্যে দাদার সঙ্গে বেশ কিছু সময় কাটিয়ে ফেলেছি। বিশেষ করে সংগঠক হওয়ার পর। টেলিফোনে আমাদের কথা হয়। দাদা সবসময় শান্ত থাকেন। আমাদের বেশ ভালো আলাপ হয়।’

এসময় ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জেতার পর সৌরভ গাঙ্গুলির জার্সি খুলে উদযাপনের কথাও মনে করেন স্মিথ। সে ম্যাচের ব্যাপারে তিনি বলেন, ‘আমার মনে হয়, সবারই ঐ উদযাপনটা মনে থাকবে। সেই উদযাপনে যে প্যাশনটা দেখিয়েছেন দাদা, তা সত্যিই অসাধারণ ছিল।’

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিবৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলাসবাই ঈদের নামাজে গেলে শাহনাজের ঘরে ঢুকে প্রেমিক রাজু, অতঃপর...