শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:০৫, ১ জানুয়ারি ২০২১

কারি পাতা গাছের গুনাগুন

কারি পাতা গাছের গুনাগুন

কারি পাতা গাছের শেকড় সবই ভেষজ গুনসম্পন্ন। গাছের শিকড় অশ্ব রোগে উপকারি। আমাশয় ও ডায়রিয়া সারাতে কারিপাতা গুরুত্বপূন্য ভূমিকা পালন করে। কয়েকটা সবুজ পাতা চিবিয়ে খেলে এটা সেরে যাবে।

কারিপাতা সেকে ও তা থেকে ক্বাথ তৈরি করে খেলে বমিভাব দূর হয়। রেচনতন্ত্রের ব্যথা দূর করতে পাতার রস সেবন করতে পরামর্শ্ দেয়া হয়। শরীরের কোথাও কোন বিষাক্ত পোকা কামড়ালে কাঁচা কারিপাতা ডলে সেখানে লাগালে দ্রুত উপশম হয়।

যকৃতের কঠিন রোগ সারাতে রোগীদের কারিপাতা গাছের শিকড়ের রস খাওয়ানো হয়। কারিপাতা ফলের বীজ থেকে যে তেল পাওয়া যায় তার গন্ধ অনেকটা নারকেল তেলের মত। আর এর স্বাদ ঝাঝালো।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ